ওশান নিউজ প্রতিবেদক : ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’প্রতিপাদ্যকে সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫’ পালন করা হয়।
এ উপলক্ষে ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ মিনার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভার মাধ্যমে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, পথসভায় যে নারীরা উপস্থিত আছেন তাদের কেউ কেউ কমবেশি নারী নির্যাতনের শিকার হয়েছেন। নারীরা কী কারণে নির্যাতিত হচ্ছে তা নারীদের আগে বুঝতে হবে।
নির্যাতনের কারণ চিহ্নিত করতে পারলে তা নির্মূল করা সহজ হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তাঁরা চান না কোনো বোন, মা, ভাই, স্ত্রী নির্যাতনের শিকার হোক। তিনি ভাইদেরও কথা উল্লেখ করে বলেন, কেউ নির্যাতনের শিকার হোক সেটা তাঁরা চান না। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এটাই শ্লোগান হওয়া উচিত। তাঁরা সকলেই নির্যাতনের বিপক্ষে এবং যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষে।
পথসভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন, মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কানিজ আইরিন জাহান, ট্রেনিং অফিসার আসমাউল হুসনা, কর্মজীবী মহিলা হোস্টেল এর হোস্টেল সুপার ফেরদৌস রাবেয়া, রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুর কাদির।
এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক, এসিডি, সচেতন ও দিনের আলো হিজড়া সংঘ সহ অন্যান্য এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন মহিলা সংগঠনের নেত্রীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন