ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন সেইসব ৫০ জন কিংবদন্তী খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদানের লক্ষ্যে ১০ ডিসেম্বর বুধবার এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। মহাপরিচালক বিকেএসপির ৫০ জন কিংবদন্তী খেলোয়াড়দের চিহ্নিত নাম ফলক উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন।
মহাপরিচালক তার বক্তব্যে তারকা খেলোয়াড়দের আলোকিত মানুষ হিসেবে অভিহিত করেন এবং তাদের কারনেই বিকেএসপি তথা দেশ আলোকিত হয়ে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তোরিয় পরিয়ে দেয়া হয়। অডিও ভিজ্যুয়ালের অনুষ্ঠান শেষে মহাপরিচালক সবাইকে সাথে নিয়ে র্যালিতে অংশ নেন এবং বিকেএসপির প্রশাসনিক ভবনের বিপরীত পার্শ্বে অবস্থিত লিজেন্ডদের নাম সম্বলিত একটি নাম ফলক উন্মোচন করেন।
লিজেন্ডদের নামের তালিকা উন্মোচনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং ক্রীড়াক্ষেত্রে আরও মনোনিবেশ করবে বলে মহাপরিচালক মনে করেন।
অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম বিকেএসপি লিজেন্ডস তালিকায় অন্তর্ভূক্ত করে তা উন্মোচন করা হয়।
মন্তব্য করুন