ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির
যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর
বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। দেশের মানুষের প্রত্যাশা
রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন,
কিন্তু সেটি হয়নি।
৩১ অক্টোবর শুক্রবার লক্ষ্মীপুর সদর
উপজেলার চাঁদখালী দাখিল মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুফফা যুব
ফাউন্ডেশনের উদ্যোগে কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশের
মানুষ ভোট দিতে পারেনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অনিয়ম-লুটপাট, দুর্নীতি, গুম-খুন, নির্যাতনের কারণে
তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আস-সুফ্ফা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা সামছুল আলম লিটু ও সাধারণ সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, দলের পদ ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।
এ্যানি আরো বলেন, ইসলাম আমাদের মানবতার জন্য কাজ করা, কল্যাণের জন্য কাজ করা শিখিয়েছে। ইসলামে ন্যায় প্রতিষ্ঠা করা ও শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে।
ইসলামের দৃষ্টিতে এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ।
এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক
অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর
আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল
হোসেন মহাব্বত, লক্ষ্মীপুর
জেলা কনসার্স কনজ্যুমার অ্যাসোসিয়েশনের জেলা কো-অডিনের্টর আবুল হাসান সোহেল প্রমুখ
উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন