ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংস্কার বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনও সময়মতো চাই: আখতার

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এই দুটি বিষয়ে কোনো ধরনের বিচ্যুতি দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

৩ নভেম্বর রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনকে বানচাল করার প্রবণতা দেখতে পাচ্ছি। 

এনসিপি শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে এবং সংস্কার বা নির্বাচন বানচালে কোনো গোষ্ঠীর চেষ্টার সঙ্গে একাত্ম নয়।

তিনি বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে এবং সরকারে কাছে সুপারিশ পেশ করেছে। 

এই আলোচনা ও ঐকমত্যের পরও সরকার এখনও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করেনি।

আখতার অভিযোগ করেন, সংস্কারের বিষয়টাকে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 

সংস্কার বিলম্বিত করে সরকার জনগণের আন্দোলনের মাধ্যমে পাওয়া ম্যান্ডেটকে উপেক্ষা করছে। সংস্কারকে পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ এনসিপি নেতা বলেন, ঐকমত্য কমিশনের প্রথম প্রস্তাবের ভিত্তিতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, যাতে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাঠামোগত ক্ষমতা দেওয়া হয় এবং একটি বাধ্যতামূলক গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট অন্তর্ভুক্ত করা যায়।

আখতার বলেন, আমরা এই বিষয়টাও খেয়াল করছি, সরকারের ভেতরের কোনো একটা পক্ষ ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত ও সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই একটা ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছেন। 

গৃহীত সুপারিশ উপেক্ষা করার চেষ্টা করা হলে আসন্ন নির্বাচন ঝুঁকির মুখে পড়বে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য রক্ত ও জীবন দিয়েছে। এর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

আখতার হোসেন আরও বলেন, সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এনসিপি বিশ্বাস করে-বাংলাদেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যতের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।          

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৪১.৫ মিলিয়ন ডলার কিনেছ

1

নির্বাচনের তারিখ চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই ভোটের উৎসব : প্রধান

2

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

3

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি ক

4

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

5

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

6

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

7

এই সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন

8

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

9

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ব

10

গুলশানে বিএনপি কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

11

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করল এনসিএসএ

12

বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্

13

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়ে প্রতিবাদ বিক্ষুব

14

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

15

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

16

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে নারী উন্নয়নের জন্য ৬ অদম্য নারীকে

17

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

18

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

19

চট্টগ্রামে বিয়ের মঞ্চে ন্যায়বিচারের দাবি, প্ল্যাকার্ড হাতে ব

20