ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ও শাপলা কলি প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
০৭ নভেম্বর শুক্রবার রাজধানীর মিরপুর ও রামপুরায় দলটির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেল ৫টার দিকে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু হয়।
মিছিলটি মিরপুর জার্মান টেকনিক্যাল থেকে ঘুরে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।
আরেকটি মিছিল বিকেল ৪টার দিকে রামপুরা ব্রিজের সামনে থেকে শুরু
হয়ে বাড্ডা ঘুরে লিংক রোড হয়ে নতুন বাজার রোডে এসে শেষ হয়।
মিরপুরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করেছে এবং প্রতীক হিসেবে শাপলা কলি পেয়েছে।
এই নিবন্ধন ও প্রতীক প্রাপ্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর জোন আনন্দ মিছিলের আয়োজন করেছে।
তিনি আরো বলেন, এই মিছিলের পাশাপাশি ঢাকার বিভিন্ন আসনে আমাদের প্রার্থিতা ঘোষণা করা হবে।
এর মাধ্যমে এনসিপির মার্কা ও প্রার্থীরা এলাকার জনগণের মাঝে পরিচিতি পাবেন।
রামপুরার মিছিলে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক ফরিদসহ নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন