ওশান নিউজ প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শনিআখড়ায় সেফ এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী হাসপাতালে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। এতে গাইনি, মেডিসিনসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের এসব ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এদিন সকাল থেকেই ডেমরা-যাত্রাবাড়ী, কদমতলী, সিটাগাং রোডসহ আশপাশের এলাকা থেকে আসা প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিন জানান, মহান বিজয় দিবস ও হাসপাতালের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে এলাকার দুস্থ এবং দরিদ্র রোগীদের সেবা নিশ্চিত করতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আশা করি, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীরা তাদের উপযুক্ত চিকিৎসাসেবা পাবেন। ভবিষ্যতে সেবামূলক এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মো. রুহুল আমিন গাজী, ডা. আব্দুস শাফি, ডা. আয়েশা সিদ্দীকা প্রমুখ।
প্রতি বছরই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকার গরিব ও অবহেলিত সব শ্রেণি-পেশার মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছে হাসপাতালটি।
চিকিৎসাসেবা নিতে আসা গৃহবধূ পেয়ারা বেগম বলেন, ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধ ও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।
ডা. রুহুল আমিন বলেন, আমরা এই ক্যাম্পে এখন পর্যন্ত ৬ শতাধিক
রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সঙ্গে সঙ্গে ওষুধও ফ্রি
দিয়েছি।
মন্তব্য করুন