ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন প্রশ্নের মুখে পড়লে দেশ সংকটে : হাসনাত কাইয়ুম

ওশান নিউজ প্রতিবেদক : নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে নির্বাচন যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে বাংলাদেশ তার সংকট থেকে বের হতে পারবে না’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। 

আজ ১৫ ডিসেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর ছাত্ররা মূলত বলল হাসিনার মতো আর কেউ যেন স্বৈরতান্ত্রিক না হয়ে উঠে, আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আমরা ব্যবস্থার ফর্মুলা হিসেবে বললাম, এই সংস্কারের জন্য জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে এবং গণভোটের মাধ্যমে আগাম মতামত গ্রহণ করতে হবে। 

সে প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু আগামী নির্বাচনটা হতে যাচ্ছে। হাসনাত কাইয়ুম বলেন, নির্বাচন সংস্কারের একটি কমিশন তৈরি করা হয়েছিল। নির্বাচন কমিশন একটি সংস্কারের প্রস্তাব দিয়েছিল, সেটা হচ্ছে দল নিবন্ধনের আইন। ১/১১ সরকার একটি নিয়ম করেছিল, যে কেউ দল করতে পারবে না। 

দল করতে হলে তার ৫০টা উপজেলা কমিটি লাগবে, ৭টা জেলা কমিটি লাগবে। এই আইনটা ১৪ সালের নির্বাচনের আগে আরও কঠোর করা হলো। তখন বলা হলো যে, ১০০ উপজেলায় কমিটি লাগবে, সেই কমিটির ২০০ মানুষের আইডি কার্ড লাগবে এবং একটা কার্যকর অফিস লাগবে। 

মোদ্দা কথা দল করার জন্য একটি বড় ইনভেস্টমেন্ট করার সক্ষমতা থাকতে হবে। এই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। এবারের নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন এই আইনটি বলবৎ রাখলো। ফলে এই আইনের বিরুদ্ধে আমরা মামলা করলাম।

মামলায় আমরা বললাম, যদি এই ধরনের আইন বলবৎ রাখা হয় তাহলে পাহাড়ে জনগোষ্ঠীরা তো কখনোই দল গঠন করতে পারবে না। কারণ পাহাড়িরা ২০টি উপজেলার মধ্যে সীমাবদ্ধ। হয় আঞ্চলিক দল করার অনুমতি দিতে হবে, আর না হয় জাতীয় পর্যায়ে তিনটি জেলা ও ২০টি উপজেলা পর্যায়ে কমিটি দিয়ে দল গঠন করতে পারবে। 

মূলত এই ধরনের আইনের মাধ্যমে কিন্তু পাহাড়িদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার একটি চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, এই মামলার রুল ও শুনানি হলো। আদালত টেকনিক্যাল একটি ভুল ধরে মামলাটি খর্ব করে দিল। 

এর পরবর্তীতে আমরা নিবন্ধন বিষয়ে একটি চ্যালেঞ্জ মামলা করলাম, কারণ হাসিনা আমাদের দলকে নিবন্ধন দেয় নাই। যাবতীয় কাগজপত্র আমরা জমা দিয়েছিলাম। নির্বাচন কমিশন জানানো আমাদের নাকি গঠনতন্ত্রে একটি সমস্যা আছে, সেটাও সংশোধন করতে হবে। 

পরে বললাম ঠিক আছে, আমাদের সময় দিন। কিন্তু সময় আর দেওয়া হয়নি। পরে নির্বাচন কমিশন আমাদের কানে কানে বলল, আদালতে যান। আমাদের আর হাসিনার আদালতে যাওয়ার সাহস হয়নি।

অভ্যুত্থানের পর আমরা নির্বাচন কমিশনে গিয়ে বললাম, হাসিনার নিবন্ধন বিষয়ে যে আইন, সেটা একটু রিভিউ করা হোক। তারা বলল, আমাদের তো রিভিউ করার ক্ষমতা নেই। সংস্কার কমিশন কিছু করার আগে আমার আর হাত দেব না। 

পরে আমরা যখন আদালতে গেলাম, আদালত আমাদের নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দিল। নির্বাচন কমিশনে এই আদেশ গ্রহণ করে মাসের পর মাস বসে থাকলো। এরপরে আমরা নিজেরাই গঠনতন্ত্র সংশোধন করে নিয়ে গেলাম। 

তখন তারা বলল, আপনাদের পুনরায় দরখাস্ত করতে হবে। পরে বললাম আপনারা আদালতের আদেশটি অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠান। ওখান থেকে যা বলা হবে, আমরা সেটাই মেনে নেব। যদিও নির্বাচন কমিশন তা পাঠায়নি।

হাসনাত কাইয়ুম বলেন, আসলে হাসিনার আমলের আইন এখনো পুরোপুরিভাবে বহাল আছে। এইরকম একটি নির্বাচন কমিশন আগামীতে যে নির্বাচন করবে, তাদের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে নির্বাচন যদি প্রশ্নের মুখে পড়ে, বাংলাদেশ যে সংকটের মধ্যে রয়েছে তা থেকে বের হতে পারবে না।

সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি: অর্থ উপদে

1

শীতের ঝলক: ঢাকায় সকাল থেকে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি

2

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

3

বাংলা ভাষার প্রযুক্তিতে নতুন দিগন্ত : কাগজ.এআই ও জুলাই ফন্ট

4

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ

5

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

6

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

7

‘Ocean Dairy’ এর স্বপ্নের যাত্রা শুরু: সেরা স্বাদ ও গুণের প্

8

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সিকে মানতে হবে

9

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

10

জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স

11

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল শুনানি নির্ধারিত: ২৮ অক্

12

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়: নবম জেইস

13

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

14

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

15

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

16

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

17

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: সচিব

18

৩০ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

19

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, দেশে মিলছে সর্বোচ্চ চিকিৎসা:

20