ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করে তার রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। তিনি বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন আইনগতভাবে নিশ্চিত করতে হবে। 

কারণ এটিই হবে নতুন বাংলাদেশের সূচনা এবং অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আল-ফাতাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, এখানে কোনো দলের এজেন্ডা ছিল না, কোনো দলের খবরও তারা একজন হিসেবে গ্রহণ করেননি। আমরা একটি প্রস্তাব দিয়েছিলাম। 

কিন্তু নির্বাচনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ ও রাজনীতিতে এক ধরনের অস্বচ্ছতা সৃষ্টি করার চেষ্টা চলছে বলে আমরা লক্ষ্য করছি।

জামায়াতের এই নেতা বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা মাধ্যমে, বিশেষ করে সামাজিক মাধ্যমে আংশিক বক্তব্য ও মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে। 

এতে জামায়াতে ইসলামী ফেব্রুয়ারির নির্বাচনে যাবে কি না-এই প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

ডা. তাহের বলেন, আমরা জুলাই চার্টারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে। 

এ বিষয়ে যে সুপারিশ করা হয়েছে, তা একটি সরকারি আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। 

আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই এবং সেই গণভোটের রায়ের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, এই সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল ক্ষমতায় আসার পর। 

এর মধ্যে একটি হলো জাতীয় পর্যায়ে সংস্কার, যা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এজেন্ডা। 

এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে তা সরকারের সবচেয়ে বড় অর্জন হবে, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং নতুন বাংলাদেশের সূচনা হবে।

ডা. তাহের জানান, সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে একাধিক কমিটি গঠন করা হয়েছিল। 

এসব কমিটি প্রস্তাবনা দিয়েছিল, যা পরে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একমত তৈরি করা হয়।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, কিছু গণমাধ্যমে দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দলের নেতারা দাবি করছেন, কমিশন কোনো একটি দলের পক্ষে কাজ করছে। 

কিন্তু এই দাবি বাস্তবতার সঙ্গে একেবারেই সঙ্গত নয়। কনসাসটেন্ড কমিটির বৈঠকে শুধুমাত্র কমিটির এজেন্ডার ভিত্তিতেই আলোচনা হয়েছে। 

কোনো দলের প্রস্তাবনা বা মতামত সেখানে গ্রহণ করা হয়নি।

ডা. তাহের বলেন, ‘কমিশনের কাছে আমাদের একটি প্রস্তাব ছিল নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালুর। কিন্তু সেটি পর্যালোচনার জন্য গ্রহণ করা হয়নি। 

বরং কমিশন নিজেদের প্রস্তুত করা এজেন্ডাগুলোর ওপরই আলোচনা করেছে। ফলে কোনো দলের পক্ষে বা বিপক্ষে কাজ করার সুযোগই ছিল না। 

আলোচনার সময় নানা বিষয়ে মতভেদ থাকলেও, দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। চিন্তার অনৈক্য থেকে ঐক্যে পৌঁছানোই আমাদের বড় সাফল্য। 

বহু পয়েন্টে আমরা সবাই একমত হতে পেরেছি। এটাই এই প্রক্রিয়ার ইতিবাচক দিক।     

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এইচএম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।         

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতামূলক হামলার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই: ই

1

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

2

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

3

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

4

রিজার্ভে শীতল হাওয়া: ৩২.১১ বিলিয়ন ডলারে নেমে এলো বৈদেশিক মুদ

5

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

6

আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপ

7

দেশে ফিরে জনস্রোতের মধ্যেই গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

8

দেশে বৈদ্যুতিক যানের প্রসারে গ্রামীণফোন–গ্লাফিটের যৌথ উদ্যোগ

9

গণভোট ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত চান সরকার, সময়সীমা এক সপ্তাহ

10

পরীমণি–নিরবের গোলাপ : আগ্রহ বাড়লেও শুটিং অনিশ্চয়তায়

11

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

12

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

13

যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউন শেষ: ট্রাম্প

14

দুই পরাশক্তির শীর্ষ নেতা এক টেবিলে: ট্রাম্প–শি বৈঠক শুরু

15

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

16

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

17

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

18

দুবাইতে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ: ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

19

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

20