
ওশান নিউজ প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, এর ফলে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়ন হবে। ১২ নভেম্বর বুধবার তথ্য ভবনে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫-এর সংশোধন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি বলেন।
গত অর্থবছরের অনুদানের চলচ্চিত্র বাছাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিদ্যমান নীতিমালার আলোকে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সিনেমা নির্বাচন করা হয়েছে। অনুদানে নির্বাচিত চলচ্চিত্রগুলোর নির্মাণে গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
মাহফুজ আলম বলেন, চলচ্চিত্রের মান উন্নয়নে মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় সরকারি অনুদান নীতিমালার সংশোধনের কাজ শুরু হয়েছে।
নীতিমালার যেসব অংশে সংশোধন প্রয়োজন, তা লিখিত আকারে জমা দেওয়ার জন্যও তিনি চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা
রহমান তানি এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর
রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে চলচ্চিত্র পরিচালক, নির্মাতা, অভিনেতা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ
নেন।