
ওশান নিউজ প্রতিবেদক : নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক ২০২৫ তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন। এবার পদকপ্রাপ্তরা হলেন : ১. রুভানা রাকিব নারীশিক্ষা শ্রেণি (গবেষণা) ২.কল্পনা আক্তার নারী অধিকার শ্রেণি (শ্রম অধিকার) ৩.নাবিলা ইদ্রিস (মানবাধিকার শ্রেণি) ৪.ঋতুপর্ণা চাকমা নারী জাগরণ শ্রেণি (ক্রীড়া)।
জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশে এই চারজনকে রোকেয়া পদকের জন্য মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার তাদের নাম অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।
নারী জাগরণ ও শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তার গল্প-উপন্যাস-প্রবন্ধে সেই স্বপ্নই প্রতিফলিত হয়েছে। নারী শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নারীর ভোটাধিকার ও ক্ষমতায়নে তার লড়াই বাংলার সমাজে নতুন দিগন্ত খুলে দেয়।
৯ ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুদিন। ১৯৩২ সালের এই দিনে তিনি মারা
যান। দিনটি জাতীয়ভাবে রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করছে।