
ওশান নিউজ প্রতিবেদক : মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)–এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চারজন। নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন- দৈনিক যায়যায় দিনের শাহরিয়ার নাঈম, সহ-সভাপতি স্বাধীন সংবাদের ইসলাম উদ্দিন তালুকদার ও মাই টিভির জাকির ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক নিরপেক্ষের মিজবাহ উদ্দীন।
যুগ্ম সাধারণ সম্পাদক বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জহিরুল ইসলাম রাতুল, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের কণ্ঠের মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক দেশ রূপান্তরের মোহাম্মদ খোকা, অর্থ সম্পাদক দৈনিক জনবানীর জান্নাতুর রহমান, দপ্তর সম্পাদক এশিয়া বানীর ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক সময়ের চিত্রের ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গ্রিন টিভির ইয়াছিন আরাফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক নাগরিক টিভির সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের সাইনুল নুর, সাংস্কৃতিক সম্পাদক এশিয়া বাণীর আরাফাত হোসেন হিমেল, সমাজসেবা সম্পাদক মাতৃভূমির খবরের বিজয় আহমেদ, স্বাস্থ্য পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক দৈনিক ডেসটিনির সোলায়মান সুমন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- প্রতিদিনের বাংলাদেশের স্বাধীন রানা, দৈনিক নিরপেক্ষের শাহিন আলম জয়, সংবাদ প্রবাহের আল আমিন খান, এশিয়ান টিভির আবুল খায়ের ও মাই টিভির ইসমাইল সরকার।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং একই সঙ্গে নবনির্বাচিত কমিটির সকলকে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সাধারণ সম্পাদকসহ চার পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির নেতারা
মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি,
কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার
প্রতিশ্রুতি দেন।