প্রিন্ট এর তারিখঃ Dec 28, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার

ওশান নিউজ প্রতিবেদক : ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে রোববার (১২ অক্টোবর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে গণমাধ্যমকে জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং প্রিজন অ্যাক্ট, ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসে বাশার রোড সংলগ্ন উত্তরের ‘এমইএস বিল্ডিং নং-৫৪’ সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে এই ভবনটি ঠিক কোন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মিসেস নূরানী খাতুন