
নিজস্ব প্রতিবেদক : আজ এক বরকতময় ও আনন্দঘন দিন! ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলা আল্লাহর মেহমান হিসেবে সৌদি আরবের পবিত্র ভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে- আলহামদুলিল্লাহ!
আল্লাহর অশেষ কৃপা ও সকলের দোয়ার বরকতে মোট ১০ জন সৌভাগ্যবান যাত্রী এই পবিত্র সফরে অংশ নিচ্ছেন। তাঁরা “ওশান হজ্জ কাফেলা”এর মাধ্যমে আল্লাহর ঘর দর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড বিশ্বাস করে এই পবিত্র যাত্রা তাঁদের জীবনের এক স্মরণীয়, শান্তিময় ও বরকতময় অধ্যায় হয়ে থাকবে। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা তাঁদের সফরকে সহজ ও নিরাপদ করুন,তাঁদের সকল ইবাদত কবুল করুন এবং সুস্থভাবে দেশে ফেরার তাওফিক দান করুন। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বেশি ধর্মপ্রাণ মানুষকে এই বরকতময় সফরে সঙ্গী করার মাধ্যমে ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড তাদের সেবার মান ও আস্থা আরও বৃদ্ধি করবে। সবার জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।