
ওশান নিউজ প্রতিবেদক : চট্টগ্রামে বন্দরে ট্যারিফ বাড়ানোর
প্রতিবাদে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের
কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
আজ সোমবার ২০ অক্টোবর সকালে এ তথ্য নিশ্চিত করেছেন
অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম।
তিনি গণমাধ্যমকে বলেন,
রোববার সকালে এক সপ্তাহের জন্য কর্মবিরতি ঘোষণা করেছিলাম। রাতে অ্যাসোসিয়েশনের
জরুরি সভা থেকে কর্মসূচি স্থগিত করা হয়।
রোববার ১৯ অক্টোবর সকাল থেকে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টরা
কর্মবিরতি শুরু করেন। পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা
গত ১৪ অক্টোবর রাত থেকে নিজেদের গাড়ি চালাচ্ছেন না। একই দাবিতে কর্মসূচি ঘোষণা
করেছে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতি। এর সঙ্গে একাত্মতা পোষণ করে সিঅ্যান্ডএফ
অ্যাজেন্ট এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছিল।
রোববার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গাড়ি প্রবেশের ফি
৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করার সেই আদেশ স্থগিত করে। এতে এই ইস্যুতে কর্মসূচি
দেওয়া সংশ্লিষ্ট পরিবহন মালিক,
শ্রমিক ও স্টেক হোল্ডাররা তাদের কর্মসূচিও স্থগিত করেছে।