
ওশান নিউজ প্রতিবেদক : গত বছরের ৮ সেপ্টেম্বর বাবা-মা হয়েছিলেন বলিউডের শক্তিশালী জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। এক বছরে পেরিয়ে গেলেও এতদিন সন্তানের ছবি প্রকাশ করেননি সামাজিকমাধ্যমে।
অনুরাগীরা দীর্ঘদিন একরত্তির
মুখ দেখার অপেক্ষায় ছিলেন। অবশেষে তাঁদের অপেক্ষা শেষ হলো গেল দিপাবলিতে।
দীপিকা-রণবীর দীপাবলি উপলক্ষে তাদের ভক্তদের একটি বিশেষ উপহার দিয়েছেন। প্রথমবারের মতো, তারা তাদের মেয়ে দুয়ার ছবি প্রকাশ্যে আনলেন। দীপাবলি উপলক্ষে, এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় পারিবারিক ছবি শেয়ার করেছেন, সেখানে দীপিকা এবং রণবীরকে তাদের ছোট্ট মেয়ে দুয়ার সঙ্গে দেখা গেছে।
মুহূর্তেই
ভাইরাল হয় পোস্টটি। মাত্র এক ঘন্টায় রিয়্যাক্ট পড়ে ২০ লাখলাখের বেশি! মন্তব্যের
বন্যা বইছে ইনস্টাগ্রামে।
ছবিতে দেখা যায় দীপিকার পোশাকের সঙ্গে রং মিলিয়ে সেজেছে
ছোট্ট দুয়া। দুজনের পরনে লাল রঙের জমকালো চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দুয়ার মাথার দুই দিকে ঝুঁটি।
পাশে রণবীর সিং, সাদা ও
ঘিয়ে রঙের শেরওয়ানিতে দীপাবলির ভাবনায় সাজা।
একটি ছবিতে দেখা যায় দীপিকার কোলে বসে মা-মেয়ে দুজনেই
জোড়হাতে প্রার্থনা করছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘দীপাবলির শুভেচ্ছা’।