
ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে অংশ নিতে রোববার (২৬ অক্টোবর) ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
তিন দিনের এ সফরে তিনি
বাংলাদেশের বিভিন্ন উচ্চপর্যায়ের নেতার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে কূটনৈতিক
সূত্রে জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দেশের নবম জেইসি বৈঠক। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি সহায়তা, আর্থিক সেবা, ব্যাংকিংসহ বিভিন্ন খাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
পাশাপাশি বৈঠকে
একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত
হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আর পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আগে পরিকল্পনা ছিল পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা বৈঠকে অংশ নেবেন।
তবে শেষ
মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে তার স্থলে মালিককে ঢাকায় পাঠানো হচ্ছে।
ঢাকা সফরকালে আলী পারভেজ মালিক অন্তর্বর্তী সরকারের প্রধান
উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ নিয়মিতভাবে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে জেইসি বৈঠক আয়োজন করে থাকে।
এসব
বৈঠকের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন কৌশল নির্ধারণ।
উল্লেখ্য,
বাংলাদেশ-পাকিস্তান জেইসির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ১২
সেপ্টেম্বর ঢাকায়। দীর্ঘ ১৯ বছর পর এবার নবম বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে জানা গেছে,
জেইসি বৈঠকের পর বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাকিস্তানের
বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ২৮ অক্টোবর ইসলামাবাদ সফরে যাবেন।
সেখানে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা করবেন।