
ওশান নিউজ প্রতিবেদক : চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে চালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় ট্রেনের
ইঞ্জিন উল্টে গেছে এবং লাইনচ্যুত হয়েছে ট্রেনের কয়েকটি বগি। ফলে ওই রুটে মালবাহী
ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টা
নাগাদ নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ইঞ্জিনে থাকা ট্রেনের দুই কর্মী আহত হয়েছেন। আহত দুজন হলেন লোকোমাস্টার (ট্রেনচালক) মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর।
তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার উদ্দেশে রওনা দেয়। সাগরিকা এলাকায় পৌঁছানোর সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে ট্রেনের সামনে উঠে পড়ে। মুহূর্তেই ট্রাকটি ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়, এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই একজনের
মৃত্যু হয়, আহত হয়েছেন
আরও কয়েকজন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর মালবাহী
ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি মূলত কনটেইনার ও পণ্যবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হয়, তাই যাত্রীবাহী
ট্রেন চলাচলে প্রভাব পড়েনি।
তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারের
কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দায়িত্বরত গেইটকিপার জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাক সিগন্যাল মানেনি। পরে সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়।
তবে স্থানীয়রা দুর্ঘটনার জন্য গেইট কিপারের গাফিলতিকে দায়ী করছেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি অতিরিক্ত গতিতে রেলগেট অতিক্রম করার চেষ্টা করছিল। ট্রেনের হুইসেল বাজলেও চালক থামেননি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয় এবং রেলওয়ে পুলিশ উদ্ধার
অভিযান শুরু করে।
জানা গেছে, চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর ৪টা ১০ মিনিটে কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাচ্ছিলো।
ট্রেনটিতে ৩১ টি মালবাহী বগি ছিল,
দুর্ঘটনায় এর মধ্যে একটি বগি এবং ইঞ্জিন উল্টো যায়। এঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৪
সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।