
বিনোদন প্রতিবেদক : পশ্চিমা বিশ্বের একটি জনপ্রিয় উৎসব হ্যালোইন। এ উৎসবে ছেলেকে নিয়ে অংশ নিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা শাবনূর।
ভূতের অভিনব লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে চমকে দিয়েছেন
ভক্তদের।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে নতুন তিনটি ছবি প্রকাশ করেন শাবনূর।
ছবিতে দেখা যায়, একমাত্র ছেলেকে নিয়ে ভূতের সাজে সেজেছেন অভিনেত্রী। ভয়ংকর ভূতের সাজে তাদের সাথে রয়েছেন অস্ট্রেলিয়ার অনেকেই।
ক্যাপশনে শাবনূর লেখেন, আমি সাধারণ মা নই। আমি একজন দুর্দান্ত মা, যিনি একজন ডাইনিও! এরপরই অভিনেত্রী লেখেন, হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা!
এটা শুধু মজা করার জন্য। প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই উদ্যাপন করা হয় হ্যালোইন উৎসব।
পশ্চিমা বিশ্বে বছরের এ সময়কে মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।
পশ্চিমাদের এ ঐতিহ্যবাহী উৎসবে তাই
ছেলেকে নিয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী। ভৌতিক আবহে বিশেষ দিনটি উদ্যাপন করছেন।