
ওশান নিউজ প্রতিবেদক : জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে দেশের গণমাধ্যমে গুণগত পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
৫ নভেম্বর বুধবার ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। ইতিবাচক পরিবর্তনের জন্য তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকজন রয়েছে। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না, তবে দ্বিতীয় বা তৃতীয় স্তরের অনেকেই আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
জুলাই যোদ্ধাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে।
আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে তিনি জানান।
তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায়বদ্ধতা থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে।
উপদেষ্টা জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান, তারা যেন সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণে অংশ নিয়ে কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞানকে কাজে লাগান।