ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
১২ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে সংগঠনটির মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নগরের দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর সভাপতি ইমরানুল হক এবং মোহাম্মদ ফায়েদ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে।
পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে
বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত
করা হয়। সমাবেশে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায়
সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন