ওশান নিউজ প্রতিবেদক : বিএনপিতে যোগ দেওয়া শহীদ মীর মুগ্ধের জমজভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে এবং জুলাই যোদ্ধারা দেশের রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কোয়ারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। সমাবেশে হাজারো কর্মী-সমর্থক অংশ নেন।
স্থানীয়রা জানান, মীর স্নিগ্ধকে বরণ করতে মহাস্থানগড় থেকে মিছিল ও প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।
নিজের প্রথম রাজনৈতিক বক্তব্যে মীর স্নিগ্ধ বলেন, খুনী হাসিনা আমার ভাইসহ দুই হাজারের বেশি মানুষ হত্যার সঙ্গে জড়িত। আমরা এর বিচার চাই।
তিনি দাবি করেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে ওঠার আগেই নির্মূল করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রার্থী মীর শাহে আলম।
তিনি মীর স্নিগ্ধের যোগদানকে দলের জন্য শক্তি বৃদ্ধির নির্দেশনা হিসাবে বর্ণনা করেন এবং বলেন, জুলাই আন্দোলনের শক্তি আজও আছে, এবং এটি পুনরায় মাঠে দেখা যাচ্ছে।
মীর স্নিগ্ধ রাজনৈতিক বক্তৃতায় জানান, তিনি ছোটবেলা থেকেই বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতি দেখে বড় হয়েছেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় নেতা-কর্মীরা এবং অংশগ্রহণকারীরা শুভেচ্ছা
ও সমর্থনের প্রতীক হিসেবে নানা স্লোগান দেন।
মন্তব্য করুন