ওশান নিউজ প্রতিবেদক : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড।
১২ নভেম্বর বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
সরকারি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা তার আজকের ভাষণে ‘জুলাই জাতীয় সনদ’ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।
এ ছাড়া, গণভোট আয়োজন ও পরবর্তী রাজনৈতিক রূপরেখা নিয়েও তিনি জাতির উদ্দেশে দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, চলতি বছরের ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসউপলক্ষে জাতির উদ্দেশে সর্বশেষ ভাষণ দেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সেই ভাষণে তিনি গণতান্ত্রিক সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গীকার
পুনর্ব্যক্ত করেছিলেন।
মন্তব্য করুন