ওশান নিউজ প্রতিবেদক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আলোকিত সমাজের অভিযাত্রায় একাত্তর ও চব্বিশের তরুণরা।
২৪-এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে তারা।
তিনি বলেন, ‘সাম্য হলো একটি
আদর্শ। সাম্য, মানবিক
মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১ ও চব্বিশের তরুণরা।
সাম্যের সমাজ এবং গণতন্ত্রকে একটি
কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে তরুণদের কথা বারবার আমাদের স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর
বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই
আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
শহীদ সন্তানদের স্মৃতি স্মরণ করে শারমীন এস মুরশিদ বলেন, তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে।
আগামীর দেশ গঠন,
বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও সব অসংগতি দূর করতে সাংবাদিক, রাজনৈতিক দল, তরুণ জনগোষ্ঠীসহ
সবার সহযোগিতা লাগবে।
তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর।
তাদের লেখনীর মাধ্যমে দেশকে এগিয়ে
নিতে হবে। তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায়, সেদিকে নজর রাখতে
হবে।
মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনা ও আক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) কামাল আকবর, জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল
হক।
শহীদ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে
উপস্থিত ছিলেন শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।
মন্তব্য করুন