ওশান নিউজ ডেস্ক : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংউই রোমে সংস্থাটির সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) তাদের এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টা এফএও সদর দপ্তরে পৌঁছালে সংস্থাটির মহাপরিচালক ড. কু ডংইউর প্রধান ফটকে এসে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে রোমে অবস্থান করছেন। গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।