ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ: টিকে থাকার বড় চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক :  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল।

ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ের শুরুটা মন্থর হলেও ডেথ ওভারে ঝড় তুলেন ক্যারিবীয় দুই ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েল। দু’জনে মিলে তিন ওভারে ৫১ রান যোগ করলে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ৮২ রানে তৃতীয় উইকেট পতনের পর ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হোপ ও পাওয়েল।

সমান ২৮ করে বল খেলে হোপ ৪৬ এবং পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন। দু’জনে সমান ১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ ওভারে ৭৭ রানে ৬ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। 

শেষদিকে তানজিম হাসান সাকিবের ৩৩, নাসুম আহমেদের ২০, তাসকিন আহমেদের ১০ ও মুস্তাফিজুর রহমানের অপরাজিত ১১ রানে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় তারা।

সিরিজে সমতা আনতে হলে ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

প্রথম ম্যাচ শেষে লিটন বলেন, আমি মনে করি তারা (ওয়েস্ট ইন্ডিজ) প্রথম ১০ ওভারে সত্যি ভাল ব্যাটিং করেছে। উইকেট ধীর গতির ছিল। 

আমরা যদি শুরুতে উইকেট নিতে পারতাম তাহলে চাপে থাকত তারা।

তিনি আরও বলেন, শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা সত্যিই ভাল বোলিং করেছি। আমরা এ ম্যাচে যা ভুল করেছি এসব থেকে দ্রুত আমাদের শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে।

টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজ জিততে প্রতিশোধ নিতে চায় ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, যখন পরিকল্পনাগুলো কাজে লাগে তখন সব কাজই সহজ হয়ে যায়। বিশেষ করে অধিনায়ক হিসেবে।

তিনি আরও বলেন, সব কৃতিত্ব ছেলেদের। প্রথম ম্যাচে সব বিভাগেই ভাল খেলেছে তারা। এমন পারফরমেন্স ও ফলাফল দেখে আমি খুশি।

সিরিজে সমতা আনার লক্ষ্যে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় ঢেকে যাবে সকাল–সন্ধ্যা

1

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

2

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ৬০ ঘণ্টার মধ্যে মূল আসামি আয়েশা

3

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

4

সাভারের বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

5

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

6

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

7

নির্বাচনের আগে জেলা প্রশাসনে বড় রদবদল: ২৩ জেলায় নতুন ডিসি

8

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

11

উদ্ভাবন, উদ্যোগ ও নেতৃত্বে তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য:

12

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

13

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

14

রাজশাহীতে ট্রাফিক সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

15

আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপ

16

নারায়ণগঞ্জে অভিযান: তিন অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমান

17

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সবাইকে নিয়ে এগোতে চাই: মির্জা

18

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

19

জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স

20