ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করে তার রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। তিনি বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন আইনগতভাবে নিশ্চিত করতে হবে। 

কারণ এটিই হবে নতুন বাংলাদেশের সূচনা এবং অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আল-ফাতাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, এখানে কোনো দলের এজেন্ডা ছিল না, কোনো দলের খবরও তারা একজন হিসেবে গ্রহণ করেননি। আমরা একটি প্রস্তাব দিয়েছিলাম। 

কিন্তু নির্বাচনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ ও রাজনীতিতে এক ধরনের অস্বচ্ছতা সৃষ্টি করার চেষ্টা চলছে বলে আমরা লক্ষ্য করছি।

জামায়াতের এই নেতা বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা মাধ্যমে, বিশেষ করে সামাজিক মাধ্যমে আংশিক বক্তব্য ও মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে। 

এতে জামায়াতে ইসলামী ফেব্রুয়ারির নির্বাচনে যাবে কি না-এই প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

ডা. তাহের বলেন, আমরা জুলাই চার্টারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে। 

এ বিষয়ে যে সুপারিশ করা হয়েছে, তা একটি সরকারি আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। 

আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই এবং সেই গণভোটের রায়ের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, এই সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল ক্ষমতায় আসার পর। 

এর মধ্যে একটি হলো জাতীয় পর্যায়ে সংস্কার, যা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এজেন্ডা। 

এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে তা সরকারের সবচেয়ে বড় অর্জন হবে, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং নতুন বাংলাদেশের সূচনা হবে।

ডা. তাহের জানান, সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে একাধিক কমিটি গঠন করা হয়েছিল। 

এসব কমিটি প্রস্তাবনা দিয়েছিল, যা পরে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একমত তৈরি করা হয়।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, কিছু গণমাধ্যমে দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দলের নেতারা দাবি করছেন, কমিশন কোনো একটি দলের পক্ষে কাজ করছে। 

কিন্তু এই দাবি বাস্তবতার সঙ্গে একেবারেই সঙ্গত নয়। কনসাসটেন্ড কমিটির বৈঠকে শুধুমাত্র কমিটির এজেন্ডার ভিত্তিতেই আলোচনা হয়েছে। 

কোনো দলের প্রস্তাবনা বা মতামত সেখানে গ্রহণ করা হয়নি।

ডা. তাহের বলেন, ‘কমিশনের কাছে আমাদের একটি প্রস্তাব ছিল নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালুর। কিন্তু সেটি পর্যালোচনার জন্য গ্রহণ করা হয়নি। 

বরং কমিশন নিজেদের প্রস্তুত করা এজেন্ডাগুলোর ওপরই আলোচনা করেছে। ফলে কোনো দলের পক্ষে বা বিপক্ষে কাজ করার সুযোগই ছিল না। 

আলোচনার সময় নানা বিষয়ে মতভেদ থাকলেও, দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। চিন্তার অনৈক্য থেকে ঐক্যে পৌঁছানোই আমাদের বড় সাফল্য। 

বহু পয়েন্টে আমরা সবাই একমত হতে পেরেছি। এটাই এই প্রক্রিয়ার ইতিবাচক দিক।     

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এইচএম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।         

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

1

সমবায়ের শক্তিতে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ : প্রধান উপদেষ্

2

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষে নির্বাচন করছেন অ্যাটর্নি

3

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

4

সালমান শাহর বিদায়ের মুহূর্তে মাটিতে গিরে পড়লেন আহমেদ শরীফ

5

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩%: শিক্ষার্থীদের অ

6

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

গুম-নির্যাতনের মামলায় ১৩ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্

9

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্

10

বাংলা রকের মহারাজাকে স্মরণে: মগবাজারে গড়ে উঠছে আইয়ুব বাচ্চু

11

সকাল থেকে হাসপাতালে সেবা ব্যাহত, কর্মবিরতিতে টেকনোলজিস্ট-ফার

12

একজন মায়ের স্বপ্নের মতো নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহম

13

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

14

পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র

15

বাংলাদেশের নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: রাষ্ট্রদ

16

সালমান শাহ হত্যা মামলায় দ্রুত বিচার ও আসামি গ্রেপ্তারের দাবি

17

নতুন রূপে অপু বিশ্বাস ‘দুর্বার’ এ থাকছে বড় চমক

18

সুদানের আবেইতে সন্ত্রাসী হামলা: হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদ

19

অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লক্ষাধিক করদাতা : এনবিআর

20