বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের শীর্ষ তারকা শাকিব খান আবারও বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ফিরছেন দল মালিক হিসেবে।
আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানা বহাল থাকছে তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস-এর হাতে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিসিবির দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে শাকিব খান দ্বিতীয়বারের মতো ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে বিপিএলে অংশ নিচ্ছেন।
গত আসরেই প্রথমবার বিপিএলে দল মালিক হিসেবে যুক্ত হন ঢালিউডের এই ‘কিং খান’। যদিও দলটি শিরোপা জিততে পারেনি, তবে শাকিবের উপস্থিতিতে গ্যালারিতে ছিল অন্যরকম উচ্ছ্বাস যেখানে ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মিলন ঘটেছিল।
প্রথম মৌসুমের অভিজ্ঞতা নিয়ে তখনই শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরের মৌসুমে আরও শক্তিশালী, লড়াকু ও জয়ের জন্য প্রস্তুত একটি দল দেখা যাবে।
এবার সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হচ্ছে, বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
এবার দল সংখ্যা কমে হয়েছে পাঁচটি- ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। গত আসরের দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা ও বরিশাল এবার অংশ নিচ্ছে না।
আসন্ন
আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস),
রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের
আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।
মন্তব্য করুন