ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়ারবাডস

ওশান নিউজ  প্রতিবেদক : ফ্যাশন ও ফিটনেস, শব্দ দুটি এখনকার তরুণদের জন্য খুব বেশিই মানানসই। বর্তমান সময়ের তরুণরা যেমন ফ্যাশন সচেতন, তেমনি আবার ফিটনেসের দিকেও তাদের নজর সমান তালে। আর এই দুই চাহিদার মূলে এখন রয়েছে প্রযুক্তিপণ্য। সেটা হতে পারে স্মার্টওয়াচ, এয়ারবাডসের মতো গ্যাজেট। 

তরুণদের সেই পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে এসেছে স্বনামধন্য ব্লিসবন্ড ব্র্যান্ডের লাইফস্টাইল গ্যাজেট। দেশে তথ্যপ্রযুক্তি পণ্যের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে এসব গ্যাজেট। 

বেশ কয়েকটি মডেলের সাশ্রয়ী মূল্যের এসব পণ্য এখন ওয়ারেন্টিসহ ঘরে বসেই যে কেউ কিনতে পারছেন।

স্মার্টওয়াচ :

ব্লিসবন্ডের অন্যতম জনপ্রিয় একটি ফ্যাশন ও ফিটনেস স্মার্টওয়াচ ব্লিসবন্ড ফিউশন। এইচডি প্রায় অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ ৫.৩ কলিং ও উন্নত সেন্সর রয়েছে এতে। 

আছে ফিটনেস ট্র্যাকারের জন্য ইসিজি, হার্ট রেট, অক্সিজেন পরিমাপক ও রক্তচাপ মনিটরিংসহ বেশকিছু হেলথ ফিচার। পানিতে ভিজে যেন নষ্ট না হয় সে জন্য দেয়া হয়েছে আইপি৬৮ রেটিং, যাতে দৈনন্দিন ব্যায়াম ও ব্যবহার সহজ হয়। ব্যাটারি ক্যাপাসিটি ২৬০ এমএএইচ, যা প্রায় ২-৩ দিন ব্যবহার বা প্রস্তুত অবস্থায় ১৫ দিন স্থায়ী হবে। 

স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে কালো রঙে, দাম ১,৭৫০ টাকা।

ব্লিসবন্ড অ্যাক্টিভ ফিটনেস অ্যান্ড ফ্যাশন ব্লটুথ কলিং স্মার্টওয়াচটিও একটি আধুনিক স্মার্টওয়াচ, যা একসঙ্গে ফিটনেস ও ফ্যাশনের অভিজ্ঞতা দেয়। এতে রয়েছে ২.১০ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে (২৮০×৩২০ রেজলিউশন), ব্লুটুথ ৫.৩ কলিং সুবিধা ও আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্স। 

হার্ট রেট, রক্তচাপ, রক্তে অক্সিজেন ও তাপমাত্রা মনিটরসহ ১০০টির বেশি এক্সারসাইজ মোড রয়েছে এতে। ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একবার চার্জে ৫-৭ দিন ব্যবহার এবং প্রায় ৩০ দিন স্ট্যান্ডবাই সুবিধা দেয়। জিংক অ্যালয় বডি ও টাফেন্ড গ্লাসে তৈরি ওয়াচটি পাওয়া যাচ্ছে ২৫৯০ টাকায়।

এয়ারবাডস :

ব্লিসবন্ড এইচ এএনসি+ইএনসি টিডাব্লিউএস এয়ারবাডস হলো একটি আধুনিক ট্রু ওয়্যারলেস ইয়ারবাড, যেখানে রয়েছে ব্লুটুথ ৫.৩ সংযোগ, টাইটানিয়াম অ্যালয় ড্রাইভার এবং হাইব্রিড এএনসি ও ইএনসি প্রযুক্তি, যা বাইরের শব্দ কমিয়ে দেয় আরও পরিষ্কার সাউন্ডের অভিজ্ঞতা। 

রয়েছে আল্ট্রা লো লেটেন্সি মোড, যা গেমিংয়ের জন্য উপযোগী। প্রতিটি ইয়ারবাডে ৩৫ এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে ৩০০ এমএএইচ ব্যাটারি থাকায় একটানা প্রায় ৬ ঘণ্টা ও মোট ২০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায়। 

ইউএসবি-সি চার্জিং সুবিধাযুক্ত এই ইয়ারবাডটি বর্তমানে গ্লোবাল ব্র্যান্ড ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ২,৪৯০ টাকায়।

এছাড়াও ব্লিসবন্ড এস১ আল্ট্রা-শট স্টিম ডিজাইনের এএনসি+ইএনসি টিডাব্লিউএস এয়ারবাডসও গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে। এটি ব্লুটুথ ৫.৩ মাধ্যমে সংযোগ স্থাপন করে, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনে বারের পরিবেশের নয়েজ বাতিল করে। 

এমনকি এই ফিচারে বাইরের ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেল করার ক্ষমতা রাখে। ১৩ মিমি-ড্রাইভার দিয়ে শক্তিশালী বেস এবং স্বচ্ছ সাউন্ড দেয়, আর গেমিং বা ভিডিও রিয়েল-টাইমে মাত্র ৫০ মিলিসেকেন্ড লেটেন্সি প্রদানে সক্ষম। 

ব্যাটারি অনুযায়ী প্রতি ইয়ারবাডে ৪০ এমএএইচ ও চার্জিং কেসে ৩২০ এমএএইচ ব্যাটারি রয়েছে একবার চার্জে ইয়ারবাড প্রায় ৬ ঘণ্টা ও চার্জিং কেসসহ মোট প্রায় ২০ ঘণ্টা ব্যবহার সম্ভব। চার্জিংয়ে রয়েছে ইউএসবি-সি পোর্ট। অফিসিয়াল ওয়ারেন্টিসহ এয়ারবাডসটির দাম ১৮৯০ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

1

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

2

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

3

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

4

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

5

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করছে ব্লু-নর

6

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

7

কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

8

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

9

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ

10

ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচনের ওপ

11

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

12

আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত ব

13

বিশুদ্ধ দুধের শক্তি, সতেজতার প্রতিশ্রুতি ওশান ডেইরি ফার্মেন্

14

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

17

রকস্টার জেমসের সুখবর: তৃতীয় বিয়ে ও পুত্রের আগমন

18

তারেক রহমান এখনও ভোটার নন, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবে

19

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

20