ওশান নিউজ প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা
জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়
প্রশাসন। আজ ৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া
মাহফিলের আয়োজন করা হয়।
দোয়ায়
অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সাবেক সফল
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরেই আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে।
এ বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন
আজ বাস্তবায়নের অন্তিম মুহূর্তে তিনি অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।
আমরা তার সুস্থতা কামনা করছি, যাতে তিনি নতুন বাংলাদেশ ও আমাদের স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিনির্মাণে নেতৃত্ব দিতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক
সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, রেজিস্ট্রার
অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক, বিভিন্ন
অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা
ও কর্মচারীরা।