ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ: দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

ওশান নিউজ ডেস্ক : বাংলাদেশ ও কুয়েত ১৯ অক্টোবর (রোববার) প্রথমবারের মতো রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। বৈঠকে দুই দেশ বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ধ্যায় জারি করা এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (বাইলেটারাল) বিভাগের সচিব ড. মো. নাজরুল ইসলাম এবং কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামিহ ইসা জোহর হায়াত।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব পুনর্ব্যক্ত করা হয়, যা ১৯৭৩ সালে বাংলাদেশের স্বাধীনতাকে কুয়েতের প্রাথমিক স্বীকৃতি ও ১৯৭৪ সালে বাংলাদেশের ওআইসি সদস্যপদে সমর্থনের মধ্য দিয়ে গড়ে ওঠে।

উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, শ্রম, উন্নয়ন ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয় এবং দুই বছর অন্তর ঢাকায় ও কুয়েত সিটিতে পর্যায়ক্রমে রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া তারা সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনার সময় বাংলাদেশ কর্তৃক অপারেশন কুয়েত পুনর্গঠন এ অবদান স্মরণ করা হয় এবং প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়।

উভয় পক্ষ শ্রম সহযোগিতা সম্প্রসারণ এবং কুয়েত ভিশন ২০৩৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে অনিষ্পন্ন সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করে। পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেয়।

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য কুয়েতি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানায়। একই সঙ্গে ২০২৬ সালে বাংলাদেশ-কুয়েত ব্যবসায়িক ফোরাম আয়োজন ও যৌথ বাণিজ্য কমিটি পুনরায় সক্রিয় করার বিষয়ে দুই দেশ একমত হয়।

কুয়েত ফান্ড ফর অ্যারাব ইকোনোমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি)-এর চলমান সহায়তায় সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো ও বিমান সংযোগ খাতে নতুন সহযোগিতা ক্ষেত্র অন্বেষণে সম্মত হয়।

শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরে তারা বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও কুয়েত ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা স্বাগত জানায় এবং কূটনৈতিক প্লট বিনিময় প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে সম্মত হয়।

দুই দেশ জাতিসংঘ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। রোহিঙ্গা মানবিক সংকটে কুয়েতের অব্যাহত সহায়তার জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইউনেসকো, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-তে কুয়েতের প্রার্থিতার প্রতি সমর্থন জানায়।

পরামর্শ বৈঠকটি বাংলাদেশ ও কুয়েতের পারস্পরিক শ্রদ্ধা ও টেকসই উন্নয়ন লক্ষ্যে অঙ্গীকারের ভিত্তিতে গঠিত একটি সর্বাত্মক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ার যৌথ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেকের প্রত্যাবর্তনে রাজশাহী থেকে ঢাকায় বিএনপির ৩৫ হাজার ন

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ ও সৌদি আরব

3

সংসদ চত্বর রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে ধাওয়া-প

4

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

5

নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

6

প্রশাসনে রদবদল: তিন সচিবের দপ্তরে নতুন দায়িত্ব

7

দুর্বল পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

8

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ

9

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

10

১৫% প্রবৃদ্ধি, তবুও রাজস্বে ২৪ হাজার কোটি ঘাটতি

11

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

12

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

13

প্রকৃত ভাতাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উ

14

আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপ

15

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

16

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আন

17

মহান বিজয় দিবসে সাভারে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

18

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক

19

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

20