ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি

ওশান নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া একটি নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে। এতে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার কথা অন্তর্ভুক্ত রয়েছে। 

১২ নভেম্বর  বুধবার সিডনিতে আলোচনার পর দুই দেশের নেতারা এ তথ্য জানান। চুক্তি বাস্তবায়িত হলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান চীনের শক্তি রোধ হবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। আগামী বছরের জানুয়ারি মাসে দু’দেশ এ চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানা যায়।

সিডনির একটি রয়েল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর ঘাঁটিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বক্তৃতাকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, সাধারণ নিরাপত্তা সংক্রান্ত একটি নতুন দ্বিপাক্ষীয় চুক্তির বিষয়ে তাদের এক আলোচনা বাস্তবসম্মতভাবে সম্পন্ন হয়েছে। 

আলবানিজ সাংবাদিকদের বলেন, এই চুক্তি আমাদের উভয় দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার সর্বোত্তম উপায় হিসেবে একসঙ্গে কাজ করার স্বীকৃতি দেবে।  

অস্ট্রেলিয়ান নেতা আগামী বছর ইন্দোনেশিয়া সফর করে নতুন চুক্তিটি স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, চুক্তিটি ২০২৪ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা প্রতিযোগিতাপূর্ণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় এবং অন্য দেশে পরিচালিত প্রতিটি সামরিক বাহিনীর জন্য বিধান অন্তর্ভুক্ত করে।

২০২৪ সালের ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েক মাস পর কয়েক হাজার ইন্দোনেশিয়ান ও অস্ট্রেলিয়ান সৈন্যরা পূর্ব জাভায় যৌথ মহড়া দেয়। আলবানিজ বলেন, উদীয়মান হুমকি মোকাবিলায় নতুন চুক্তি অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াকে ‘নিরাপত্তার বিষয়ে নেতা ও মন্ত্রী পর্যায়ে নিয়মিত পরামর্শ’ করার প্রতিশ্রুতি দেবে।

তিনি বলেন, এটি পারস্পরিকভাবে উপকারী নিরাপত্তা কার্যক্রম এবং যদি উভয় দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়, তাহলে সেই হুমকি মোকাবিলা করার জন্য ব্যক্তিগতভাবে বা যৌথভাবে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে পরামর্শ ও বিবেচনা করার সুবিধা প্রদান করবে।      

প্রাবোও বলেছেন, চুক্তিটি দুই দেশকে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দিবে। তিনি আরো বলেন, ভালো প্রতিবেশীরা কঠিন সময়ে পরস্পরকে সাহায্য করে।

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় এই অঞ্চল উত্তাল থাকায়, ইন্দোনেশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের আশা করছে অস্ট্রেলিয়া। আগস্টে ইন্দোনেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় অস্ট্রেলিয়া।

বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার লক্ষ্যে অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে ক্যানবেরা।

এর আগে সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনির সঙ্গে একটি নতুন প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া, যেখানে দুটি দেশ সশস্ত্র আক্রমণ ও তাদের নিরাপত্তার জন্য উদীয়মান হুমকি’ থেকে পরস্পরকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপ ড্র-এর পর মুখোমুখি হচ্ছে বিশ্বের স

1

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

2

জলবায়ু চ্যালেঞ্জকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম বাংলাদেশ

3

ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা: ইসির সঙ্গে আইন-শৃঙ্খলা বা

4

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

5

বিএনপি মহাসচিব ফখরুল আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক

6

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: রাজশাহীতে মিষ্টি বিতরণ

7

রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫

8

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

9

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

10

ঢাকায় তিন আসনের মনোনয়ন ফরম তুললেন জামায়াতের প্রার্থীরা

11

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

12

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

13

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে স

14

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

15

পাঁচ বছরের পরে মিয়ানমারে শুরু হলো জাতীয় পার্লামেন্ট নির্বাচন

16

ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢা

17

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

18

২৬ ফেব্রুয়ারির পর ভোট? জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

19

জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প

20