ওশান নিউজ প্রতিবেদক : আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান।
আজ ১০ ডিসেম্বর বুধবার জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা মানবাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আইনের শাসন যথাযথভাবে ছিল না। রাষ্ট্র যখন জনগণের অধিকার নিয়ে আর কাজ করে না, তখনই মানবাধিকার লঙ্ঘিত হয়।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে আমরা একটি নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে উঠবে। যেখানে বৈষম্যহীনভাবে সকলে বাস করতে পারবে। আমরা যদি সকলে সুনাগরিকের দায়িত্ব পালন করতে পারি, তবেই বাংলাদেশ মানবাধিকারের একটি সর্বোচ্চ উদাহরণ হিসেবে বিশ্বের কাছে পরিচিত হবে।
মন্তব্য করুন