ওশান নিউজ প্রতিবেদক : দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফাইনান্স বিভাগের শিক্ষার্থীরা।
আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা।
তাদের অন্য দুইটি দাবি হলো কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দিতে হবে।
এ সময় তারা, সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা, সন্ত্রাসীর চামড়া, তুলে নেবো আমরা, সন্ত্রাসীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই, রাকসু কী করে, আমার ভাই মেডিকেলে, প্রশাসন কী করে, আমার ভাই মেডিকেলে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি চালক বিকল্প রাস্তা ব্যবহার করছেন।
আন্দোলনকারী আসিফুর রহমান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। পুলিশ ফাঁড়ির পাশেই এমন ঘটনা ঘটল, অথচ ফাঁড়ির সদস্যরা কোনো ব্যবস্থা নেয়নি-এটি গ্রহণযোগ্য নয়। তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ মুছে ফেলেছে। তাই ওই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। ভিপিকে ১০ বারের বেশি ফোন করেছি, কিন্তু তিনি কল রিসিভ করেননি কিংবা কোনো যোগাযোগও করেননি। এমন অসহযোগিতার জন্য আমরা তার প্রতি নিন্দা জানাচ্ছি।
সার্বিক বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ চেষ্টা করছে। তবে, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।
মন্তব্য করুন