ওশান নিউজ ডেস্ক : ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি ও বলিউড সুপারস্টার শাহরুখ খান এক ফ্রেমে বন্দী হলেন। মেসিকে আগমন জানাতে শনিবার সকালেই শাহরুখ তার ছোট ছেলে আব্রাহামকে নিয়ে কলকাতায় হাজির হয়।
আজ ১৩ ডিসেম্বর শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির ৭০ ফুট উঁচু বিশাল মূর্তির ভার্চুয়াল উন্মোচন করেছেন এই ফুটবল আইকন। ঐতিহাসিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বোস এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান।
কলকাতার লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ৭০ ফুট উঁচু এই মূর্তিটি অবস্থিত। লোহার মূর্তিটিতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তি ফিফা বিশ্বকাপ ট্রফি ধরে আছেন। মূর্তিটি বিশ্বের সবচেয়ে উঁচু মেসির মূর্তি হিসেবে প্রশংসিত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, লিওনেল মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ ও তার ছেলে আব্রাম খান। ফুটবল কিংবদন্তির সঙ্গে ছবিও তোলেন ছোট্ট আব্রাম যা মুহূর্তেই ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।
অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। শাহরুখ খানের উপস্থিতিতে মেসির এই অনুষ্ঠান যে আরও জমকালো হয়ে উঠবে তা বলাই বাহুল্য। এর আগে ১১ ডিসেম্বর(বৃহস্পতিবার) সোশ্যাল মিডিয়ায় কলকাতা সফর নিয়ে পোস্ট করেছিলেন।
তিনি বলেন, এই সফর তার আইপিএল দলের সঙ্গে সম্পর্কিত নয়। আশা করছি দিনটা পুরোপুরি হবে ‘মেসিময়’। দেখা হচ্ছে ১৩ তারিখ সল্টলেক স্টেডিয়ামে।
এটি মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন তিনি।
শনিবার ভোরে আন্তর্জাতিক বিমানবন্দরে
কলকাতায় মেসিকে স্বাগত জানাতে হাজির হন হাজার হাজার উৎসাহী ভক্ত। তিন দিনের ‘গোট ইন্ডিয়া
ট্যুর ২০২৫’ অনুষ্ঠিত হবে চারটি শহরে- কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি।
মন্তব্য করুন