ওশান নিউজ প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট খুলে দেওয়া হয়েছে।
ছোটখাটো কিছু
সমস্যা আছে, সেগুলো
সমাধান করা হবে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের সভায় মাদক নিয়ন্ত্রণ, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত পরিস্থিতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া বিএনপির
প্রার্থী তালিকা প্রকাশের পর কয়েকটি স্থানে ঘটে যাওয়া ছোটখাটো ঘটনার বিষয়েও আলোচনা
হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য সম্পর্কে উপদেষ্টা বলেন, অনলাইনে অনেক সময় ভুয়া তথ্য ছড়ানো হয়।
সাংবাদিকদের প্রতি অনুরোধ, আপনারা যাচাই করা সত্য তথ্য দিন। এতে বিভ্রান্তি রোধ করা সম্ভব হবে। কোনো বিষয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দেওয়া হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
এ জন্য ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। আগে শুধু জিডি করা হতো, এবার সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বলেন, পুলিশকে আমরা নির্দেশনা দিয়েছি নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। কেউ অনৈতিক কাজে জড়িত হলে তাকে আইনের আওতায় আনা হবে
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র
সচিব নাসিমুল গনি, পুলিশের
মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন