ওশান নিউজ প্রতিবেদক : পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম নির্বিঘ্ন এবং সুবিধাজনক করার লক্ষ্যে আগামী শনিবার (১৮ অক্টোবর) দেশের নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। এ সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করেছে, যা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো শনিবারও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী ব্যক্তি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংক শাখাগুলো খোলা রাখতে হবে।
মন্তব্য করুন