ওশান নিউজ প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী মহানগর বিএনপি।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন–ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
দলীয় সূত্র জানায়, শনিবার থাকবে রক্তদান কর্মসূচি এবং রবিবার (পরশুদিন) বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তিনদিনব্যাপী এ আয়োজন শেষ হবে।
বিএনপি নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করা হচ্ছে।
তরুণ প্রজন্মের মাঝে তাঁর কর্মধারা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
মহানগর বিএনপির সভাপতি
মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল
হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি
ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন