ক্রীড়া প্রতিবেদক :
ঢাকায় বসছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কাভা কাপ।
ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হবে ছয়
জাতির এ টুর্নামেন্ট। এর মধ্য দিয়ে হারানো গৌরব আবারও ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন
দেশের ভলিবল ফেডারেশন কর্তা-ব্যক্তিরা।
সোমবার (২০ অক্টোবর) আসরের ট্রফি উন্মোচন করা হয়। একই সাথে
আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ
দলের অধিনায়ক এবং কোচও উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়া মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান এবং
আফগানিস্তান অংশ নিচ্ছে। টুর্নামেন্টে শক্তিশালী দল থাকলেও নিজেদের হারানো গৌরব
ফিরিয়ে আনার পাশাপাশি বৈশ্বিক র্যাংকিংয়ে জায়গা ফিরে পাওয়া লক্ষ্য বাংলাদেশের।
২০১৬ সালে বাংলাদেশ এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল।
এছাড়া ২০২২ সালে অনূর্ধ্ব-২৩ বিভাগেও শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে দীর্ঘদিন ধরে
দেশের ক্রীড়াজ্ঞনে আলোচনার বাইরে ভলিবল।
আন্তর্জাতিক ভলিবলের বর্তমান র্যাংকিংয়ে রয়েছে ১০১টি দেশ।
তবে ২০২৩ সালের পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় সেই তালিকায় নেই
বাংলাদেশ। তবে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ জানান, আসন্ন এই
টুর্নামেন্টে ভালো খেলে আবারও র্যাংকিংয়ে ফেরবে বাংলাদেশ।
২০২৬ সালের জানুয়ারিতে এসএ গেমস হওয়ার কথা রয়েছে। সেই
লক্ষ্যে ফেডারেশন জাপান থেকে কোচ এনেছে। কোচ রায়ান মাসাজে দি’র কাছে এক মাসের
প্রস্তুতিতে এবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতেক নামছে বাংলাদেশ। তবে দল নিয়ে
আত্মবিশ্বাসী বাংলাদেশের এ কোচ।
কোচ রায়ান ম্যাসাজে দি বলেন, আমরা এক মাস আগে প্রস্তুতি শুরু করেছি। দলে সিনিয়র খেলোয়াড়
আছে। অনেকে আবার জুনিয়র-যাদের আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তবে
কোনো কিছুকেই আমি অজুহাত হিসেবে দেখবো না। জানি শিরোপা জেতা কঠিন। তবে আমরা চেষ্টা
করবো।
জাপানি এ কোচ আরও বলেন, কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, তারাই শিরোপা
জিতবে। এখানে তুর্কমেনিস্তান ভালো দল। আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা। আমরা
ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগিয়ে যাব।
মন্তব্য করুন